বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

লুঙ্গি বিড়ম্বনা

আজকে সামুতে লুঙ্গি সংক্রান্ত একটা পোস্ট পড়ছিলাম। লেখকের প্রসংশাই করতে হয় তার অনবদ্য লেখনীর জন্য। পোস্টটি পড়ে আমারও লুঙ্গি নিয়ে কিছু লিখতে মন চাইল। তাই লিখতে বসে পড়লাম। লুঙ্গি আমার খুব পছন্দের একটা পোশাক। বাসায় যতক্ষন থাকি লুঙ্গি পড়ে থাকতেই পছন্দ করি বেশি। লুঙ্গির মত আরামদায়ক ও স্বাস্থ্যকর পোশাক দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। একবার শুনেছিলাম বাংলাদেশে ক্রিকেট খেলতে এসে অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার লুঙ্গির প্রেমে পড়ে গিয়েছিলেন। তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন এর চেয়ে আরামদায়ক পোশাক আর কিছু হতে পারেনা। শুধু তাই নয়, তারা সাথে করে বেশ কিছু লুঙ্গি অস্ট্রিলিয়াতে নিয়েও গিয়েছিলেন।।। :D ;)

লুঙ্গি নিয়ে যতই লাফালাফি করিনা কেন...লুঙ্গি নিয়ে যে আমার বিব্রতকর পরিস্থিতিতে পরতে হইনি সেটাও অস্বীকার করবনা। বহুদিন থেকে লুঙ্গি পড়ি ঠিকই কিন্তু এখন পর্যন্ত লুঙ্গির গিটটাই ঠিকমত বাধতে পারিনা। সকালবেলা ঘুম থেকে উঠে খুব কম দিনই লুঙ্গি আমি আমার পরনে দেখেছি। রাতের বেলা লুঙ্গি পড়ে ঘুমিয়েছি সকাল বেলা লুঙ্গি পরে থাকতে দেখেছি মেঝেতে। এই কারনে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি সবসময় একটা কাথা ব্যবহার করি। কি করব লুঙ্গিপ্রেমী মানুষ লুঙ্গিটা তো ছাড়তেও পারিনা তাই গরমকালেও কাথা গায়ে দিয়ে ঘুমাতে হয়।
:|

একবার গিয়েছিলাম এক বন্ধুর বাসায়। রাতে থাকার কোন প্ল্যান ছিল না কিন্তু বন্ধুর জোরাজুরিতে শেষমেষ থাকতে বাধ্য হয়েছিলাম। সেদিন পরনে ছিল মোটা একটা জিন্স প্যান্ট। কিন্তু আমার মত লুঙ্গিপ্রেমী কি আর জিন্স পরে ঘুমাতে পারে...বলেন?? বন্ধুর একটা লুঙ্গি পরলাম সেই সাথে মোটা একটা কাথা গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। রুমের দরজাটা বন্ধুকে ভাল করে লাগিয়ে দিতে বললাম।


এদিকে আমার অনেকগুলা বদঅভ্যাসের মধ্যে একটা হল দেরী করে ঘুম থেকে উঠা। আমার বন্ধু আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পরে। সেদিনও ব্যাতিক্রম হয়নি। সে সকাল বেলা আমাকে রেখেই বাইরে হাটতে চলে গেল। রুমের দরজা তো খোলাই থাকবে সেটাই স্বাভাবিক। এদিকে বন্ধুর ছোট বোন সকাল বেলা রুমের কাছে এসে চিৎকার করে ডাক দিল, “ভাইয়া টেবিলে নাস্তা দেয়া হয়েছে”। আমার ঘুম সাথে সাথে ভেঙ্গে গেল। আমি রিয়ার(বন্ধুর বোনের নাম) দিকে তাকিয়ে দেখলাম সে মুখ টিপে টিপে হাসছে। তৎক্ষনাৎ কিছু বুঝতে পারিনি যদিও। রিয়া চলে যাওয়ার পর দেখলাম, লুঙ্গি খাটের এককোণায় পরে আছে। অবশ্য কাথা জায়গা মতই ছিল।


লুঙ্গিটাকে আমি এত ভালোবাসি কিন্তু লুঙ্গি কেন আমাকে এত বিড়ম্বনায় ফেলে...বলতে পারবেন?
:(

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন