বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

আমরা কি গরুর চেয়ে উত্তম নাকি অধম??

আজকে দুপুর বেলা চ্যানেল টিপতে টিপতে হঠাৎ “এনিমেল প্ল্যানেট”-এ এসে থমকে গেলাম। অবাক হয়ে দেখতে লাগলাম একটা ষাড় কিভাবে ৭-৮টা বাঘের সাথে লড়ে নিজের জীবন বাচানোর আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঘগুলা অনেক চেষ্টা করেও ষাড়টাকে কোনোভাবেই মাটিতে শোয়াতে পারছিল না। মেজাজটা খুব খারাপ লাগছিল যখন দেখলাম আশেপাশের আরো একপাল ষাড়--হয় তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে বা একটু দূরে গিয়ে চুপচাপ ঘাস খাচ্ছে। মনে মনে বাকি ষাড়্গুলাকে গালি দিচ্ছিলাম--“আরে বোকা প্রানী, তোদের জাত ভাইয়ের উপর এমন একটা আক্রমন চলছে তোরা কয়েকজন একটু এগিয়ে গেলেই তো বাঘগুলা লেজ তুলে পালায়!” হঠাৎ দেখলাম অন্য একটা ষাড় প্রচন্ড গতিতে বাঘগুলার দিকে তেড়ে আসল। লম্বা ধারালো শিং দিয়ে একটা বাঘকে এত জোরে আঘাত করল যে বাঘটা উড়ে গিয়ে দশ হাত দূরে পড়ল। ঐ বাঘের বেহাল দশা দেখে, বাকি বাঘগুলা দেখলাম চোরের মত পালাচ্ছে। এরপর ষাড় দুটো...আমরা যেভাবে বিজয় উল্লাস করি অনেকটা সেভাবেই উল্লাস করতে করতে মূল ষাড়ের পালের সাথে মিশে গেল।

এবার আপনাদের আর একটা গল্প বলি। কিছুদিন আগে আমাদের এলাকায় কিছু বখাটে মাস্তান টাইপ ছেলে মদ টদ খেয়ে খুব মাতলামী শুরু করেছিল। এলাকার একজন মুরুব্বী খুব ভদ্রভাবে ছেলেগুলাকে মাতলামী বন্ধ করার জন্য অনুরোধ করল। মাতালগুলা মুরুব্বীর কথা তো শুনলই না বরং তার উপর ঝাপিয়ে পড়ল। সবার সামনে বয়স্ক লোকটিকে প্রচন্ড মারধর করল। ভাগ্য ভাল অল্পের জন্য লোকটি সেদিন প্রানে বেচে গিয়েছিলেন। আপনারা কি লক্ষ করলেন, এতগুলা মানুষের চোখের সামনে একটা লোককে ছেলেগুলা এভাবে মারল অথচ কেউ এগিয়ে এল না!! কয়েকজন লোক যদি সেদিন সাহস করে এগিয়ে আসত তাহলে কি মাস্তান ছেলেগুলাও সেই বাঘদের মত লেজ তুলে পালাতে বাধ্য হত না??


এখন আপ্নারাই বলেন, আমরা কি গরুর চেয়ে উত্তম নাকি অধম??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন