মানুষ কতটাই না পরিবর্তনশীল, তাই না? একটু ভেবে দেখুন তো, আজ থেকে ১০ বছর আগের “আপনি”র সাথে এখনকার “আপনি”কে কোনভাবে মেলাতে পারছেন কিনা? আমি মোটামুটি নিশ্চিত পারছেন না। আজ থেকে ১০ বছর পরের আপনিকেও এখনকার আপনি’র সাথে মেলাতে পারবেন না। রাগ করছেন আমার প্রতি? হয়ত মনে মনে বলছেন, “তুই ব্যাটা কোথাকার কোন মাতবর আসছিস যে আগে ভাগেই সেটা জেনে বসে আছিস?” রাগ করবেন না ভাই। আমি আমার নিজের, আমার বন্ধুদের, চেনা-মানুষগুলোর বদলে যাওয়া দেখেই একথা বলার সাহস পেয়েছি। বুকে হাত দিয়ে বলেন তো, আজ থেকে দশ বছর আগে আপনার কাছে জীবনের “মানে” যা ছিল এখন আপানার কাছে জীবনের “মানে” তাই কিনা? একটু ভাল করে চিন্তা করে দেখুন। আমি নিশ্চিত ঋনাত্নক উত্তর পাবেন। অথচ একসময়্কার সেই “মানে”র জন্য কত মূল্যবান সময়ই না আপনি নষ্ট করে বসে আছেন। মাঝে মাঝে নিজেকে খুব গালি দিতে মন চায় তাই না?? এখন মাঝ রাতে কখনো ঘুম ভেঙ্গে গেলে হয়ত মনে মনে ভাবেন, “কি করলাম আমি? কি পেলাম এই জীবনে? কেন এমন হল আমার এই জীবনটা? আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না!! আমি কি আমার জীবনকে আরো সুন্দর করে সাজাতে পারতাম না?”
আমার খুব হাসি পাচ্ছে, জানেন? খুব করুণা হচ্ছে আপনার জন্য। এই আপনি এখন আপনার সেই অতীতের আপ্নি’কে দোষারোপ করছেন। কিন্তু আজ থেকে ঠিক ১০ বছর পর, এই আপ্নিই আবার এখনকার আপ্নিকে দোষারোপ করবেন। এভাবেই দোষারোপ করতে করতে আপনি একদিন মারা যাবেন। জীবনের অর্থটাই আপনার কাছে অজানা থেকে যাবে।
আমার খুব হাসি পাচ্ছে, জানেন? খুব করুণা হচ্ছে আপনার জন্য। এই আপনি এখন আপনার সেই অতীতের আপ্নি’কে দোষারোপ করছেন। কিন্তু আজ থেকে ঠিক ১০ বছর পর, এই আপ্নিই আবার এখনকার আপ্নিকে দোষারোপ করবেন। এভাবেই দোষারোপ করতে করতে আপনি একদিন মারা যাবেন। জীবনের অর্থটাই আপনার কাছে অজানা থেকে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন